Narendra Modi: মোদীর হোটেল বিল বাকি ৮০.৬ লক্ষ টাকা, আইনি ব্যবস্থার হুমকি হোটেলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোটেল বিল বাকি ৮০.৬ লক্ষ টাকা। এক বছরের বেশি সময় ধরে বকেয়া সেই টাকা আদায়ে মাইসুরুর (সাবেক মহিশূর) তারকাখচিত হোটেল ব়্যাডিসন ব্লু প্লাজা আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গত বছরের এপ্রিল মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত সেখানে ছিলেন মোদি (Narendra Modi)। প্রজেক্ট টাইগার ইভেন্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মাইসুরুতে গিয়েছিলেন। […]