Solar Eclipse 2023 : মহালয়ায় সূর্যগ্রহণ! তর্পনে কোনও বাধা নেই তো? জানুন
১৪ অক্টোবর বছরের শেষ অমাবস্যা। মহালয়া ও সর্বপিতৃ অমাবস্যার দিনে এই সূর্য গ্রহণ সংগঠিত হবে। জ্যোতিষ অনুযায়ী এ বারের সূর্য গ্রহণে অত্যন্ত দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। ১৭৮ বছর পর এই তিথিতে সূর্য গ্রহণ হবে। উল্লেখ্য জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ ঘটনা মনে করা হয়। এ সময়ে রাহুর প্রভাব বৃদ্ধি পায়। বছরের শেষ সূর্যগ্রহণ আর মহালয়া এবার […]