Rakhi Purnima 2022: ভাইবোনের বিশেষ দিনটি এবছর কবে? জানুন শুভক্ষণ
রাখি বন্ধন পালিত হতে চলেছে আগামী ১১ অগাস্ট। ভারতীয় সংস্কৃতিতে রাখি বন্ধন উত্সবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই ও বোনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে এই উত্সব পালিত হয়। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তাঁর দীর্ঘ নীরোগ জীবনের জন্য কামনা করেন। আর ভাইয়েরা বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তার সঙ্গে বোনেরা ভাইকে […]