Amartya Sen: বাবা সুস্থ আছেন, গুজব না ছড়ানোর আর্জি অমর্ত্য-কন্যা নন্দনার
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থই আছেন জানালেন মেয়ে নন্দনা সেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাবার সুস্থতার কথা জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে, অমর্ত্য প্রয়াত। সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। […]