উত্তরাখণ্ডের টুপি, মণিপুরের উত্তরীয়! প্রজাতন্ত্র দিবসে ভোটমুখী মোদীর সাজ

pmmodidress

গণতন্ত্র দিবসের (Republic Day) দিনে ভিন্ন সাজে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। কুচকাওয়াজের অনুষ্ঠানে মোদী পড়েছিলেন উত্তরাখণ্ডের টুপি। সেই টুপিতে ছিল ব্রহ্মকমল ফুল। এছাড়াও মোদী এদিন মণিপুরের গামছা জড়িয়ে ছিলেন। আগামী ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে ভোট৷ আর ২৭ ফেব্রুয়ারি ভোট মণিপুরে৷ তার আগে এই দুই রাজ্যের পোশাকে প্রধানমন্ত্রী সাজায় তার পিছনে স্পষ্ট ভোটের […]