BJP Meet: ২০০-র স্বপ্ন ফেল করলেও হাল ছাড়ছেন না, বাংলায় খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসার দাবি শাহের
শীঘ্রই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি। ওড়িশা তেলাঙ্গানা, কেরল এবং অন্ধ্রপ্রদেশেও বিজেপি ক্ষমতা দখল করবে। জাতীয় কর্মসিমিতির বৈঠকে এমনই প্রস্তাব পেশ করলেন অমিত শাহ। তাঁর দাবি, বাংলায় পরিবারতন্ত্রে ইতি টানবে বিজেপি। এক বছর আগেই দুশো আসন পার করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে বিজেপি। এর পরেও বাংলার ক্ষমতা দখলের লড়াই থেকে সরছে না দল। হায়দরাবাদে […]