NCRB Data: কলকাতা দেশের নিরাপদতম শহর, অপরাধের তালিকায় শীর্ষে দিল্লি
দেশের নিরাপদতম এবং সবথেকে সুরক্ষিত শহর কলকাতাই (Kolkata)। সোমবার প্রকাশিত হওয়া ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ড অনুযায়ী, দেশের অন্যান্য শহরের তুলনায় গুরুতর অপরাধের হার সবথেকে কম কলকাতায়। এমনকী, বিশেষ ও স্থানীয় আইনের ক্ষেত্রেও কলকাতায় অপরাধের হার অনেক কম। সেই অনুযায়ী, মোট অপরাধের হার কম তিলোত্তমা কলকাতায়। সদ্য প্রকাশিত ২০২১ সালের এনসিআরবি (NCRB) রেকর্ড জানিয়েছে, প্রতি […]