Janhvi Kapoor: সমুদ্রের মাঝে নিয়ন বিকিনিতে জাহ্নবী! ঝলসে উঠল নেটপাড়া
সপ্তাহের শুরুতে ছুটি কাটাতে মালদ্বীপ উড়ে গিয়েছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। উপভোগ করছেন মধুর সফর। নীলচে-সবুজ সমুদ্রের মাঝে নিয়ন রঙের বিকিনিতে ঝলসে উঠছেন অভিনেত্রী। সেতু-সংলগ্ন এক জালের আসনে বসে সেই ছবি ভাগ করে নিলেন শুক্রবার। তাঁর খোলা গায়ে পিছলে যাচ্ছিল সকালের রোদ। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকালেন নায়িকা। সমুদ্রের লোনা বাতাসে উড়ছে তাঁর চুল। […]