Netaji: জন্মদিনে দিল্লিতে আঁধারেই নেতাজি! ইন্ডিয়া গেটে সুভাষের মূর্তিতে জ্বলল না আলো

netaji

গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে রাজধানীর ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানো নিয়ে প্রচারের অন্ত ছিল না কেন্দ্রে বিজেপি সরকারের। বছর ঘুরতে না ঘুরতেই তাঁর জন্মদিনে ইন্ডিয়া গেটের নেতাজী মূর্তি একলাই দাঁড়িয়ে রইলেন। অন্ধকারে। ২৩ জানুয়ারি উপলক্ষ্যে সেখানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা তো দূর অস্ত। রাতেও আটটা বাজতে না বাজতেই অন্ধকারে ডুবে যায় […]