Shah Rukh Khan: ৩৫ লক্ষের ‘হিরেখচিত’ নেমপ্লেট লাগিয়েছেন শাহরুখ? জবাব দিলেন গৌরী
![MANNAT](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/11/MANNAT-1024x656.jpeg)
৩৫ লাখ টাকা খরচ করে বাড়ির সামনে হিরেখচিত নেমপ্লেট লাগিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল এই খবর। তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। টুইটারে কিং খানের বাড়ির নতুন নেমপ্লেটের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। ভুয়ো খবর চাউর হতেই সোশাল মিডিয়ায় মন্নতের নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার […]