Newborn: টাকার বিনিময়ে ৬ দিনের নাতিকে বিক্রির অভিযোগ দিদিমার বিরুদ্ধে, ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে

new born baby hand

অভাবের তাড়নায় ৬ দিনের নাতিকে বিক্রির অভিযোগ দিদিমার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। খুদের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিট এলাকার। ওই ওয়ার্ডের কাউন্সিলর বুলা খাতুন কারিগর জানান, তিনি জানতে পারেন তার ওয়ার্ডের গৃহবধূ বর্ষা বিবি, গত […]