Nikita Gandhi: নিকিতার গান শুনতে এসে চার পড়ুয়ার মৃত্যু! শোকস্তব্ধ গায়িকা

NIKITA

কোচি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। মূল আর্কষণ কলকাতার গায়িকা নিকিতা গান্ধী। আনন্দের রাত নিমেষে বদলে গেল ভয়ানক বিভীষিকায়। আচমকা বৃষ্টির কারণে শুরু হয় তুমুল বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মারা যান কেরল বিশ্ববিদ্যালয়ের চার পড়ুয়া। পদপিষ্ট হয়েছেন কমপক্ষে ৬৫ জন, আশঙ্কাজনক অবস্থায় দু’জন। গোটা ঘটনার আকস্মিতায় এখনও ঠাওর করে উঠতে পারছেন না নিকিতা। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন গায়িকা। ইনস্টাগ্রামে […]