Budget 2022: ইঁট রঙা শাড়িতে বাদামি সুতোর কাজ , এবারও নজর কাড়ল নির্মলার ‘হ্যান্ডলুম’

sitaraman

হ্যান্ডলুমের শাড়ির প্রতি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আলাদা করে আকর্ষণ রয়েছে, তা সকলেরই জানা! সিল্কের শাড়ি যে অর্থমন্ত্রীর একেবারেই না পসন্দ , তা নয়! তবে তাঁর বাছাই করা সিল্কের শাড়ির মধ্যেও দেখা যায়, প্রান্তিক হস্তশিল্পের কারুকার্যের ছোঁয়া। এদিকে, ২০২২ বাজেট পেশের হাইভোল্টেজ দিনে নিজের চেনা লুক নিয়ে দাপটের সঙ্গে সংসদে পা রাখলেন নির্মলা সীতারমন। […]