Nobel Prize 2022: ক্যান্সার থেকে প্লাস্টিক বর্জ্য, সব সমস্যার সহজ সমাধানে নোবেল তিন বিজ্ঞানীর
তাঁদের গবেষণার জন্য ক্যানসারের ওষুধের মান উন্নত করার পথ প্রশস্ত হয়েছে।ওষুধ তৈরির ক্ষেত্রে দেখিয়েছেন দিশা। সেজন্য চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতলেন ক্যারোলিন আর বেরতোজ্জি, মর্টেন মেলডাল এবং কে বেরি শার্পলেস। মার্কিন বিজ্ঞানী শার্পলেস ২০০১ সালেও নোবেল জিতেছিলেন। পঞ্চম ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন তিনি। স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, ‘অণু তৈরির জন্য একটি […]