US: আমেরিকার সেরা রেস্তোরাঁর শিরোপা জিতল ভারতীয় দোকান ‘চায় পানি’

chai pani 2

লন্ডন হোক বা আমেরিকা, সব জায়গাতেই ভারতীয় রেস্তোরাঁর ছড়াছড়ি। আর এরকমই এক ভারতীয় খাবারের দোকান জিতে নিল আমেরিকার সেরা রেস্তোরাঁর শিরোপা। উত্তর ক্যারোলিনার অ্যাশভিল শহরে ভারতীয় খাবার বানায় ‘চায় পানি’ নামের এক রাস্তার পাশের দোকান। সেই চায় পানিই পেল সেরার পুরস্কার। উত্তর ক্যারোলিনায় এই রেস্টুরেন্টের খাবার একবার যে খেয়েছে, তাকে দ্বিতীয়বার যেতেই হবে। চায়ে-পানিতে(Chai Pani)। […]