NOSTALGIA : আপনি কি নস্টালজিক ? জানেন কি এই শব্দের উৎপত্তি কিভাবে ?
‘আগে কি সুন্দর দিন কাটাইতাম।’ কথাখানি সবক্ষেত্রে সত্যি নয়। এমন ভাবনায় দ্রবীভূত আবেগ রয়েছে। আগের বহু কিছুই খারাপ এবং অসুন্দর, এমনটা এমনটা সত্যি নয় । আসলে মন আমাদের সুস্থ রাখতে চায়। সতেজ রাখতে চায়।তাই আগের ভালো স্মৃতিকে মন সেভ করে রাখে। খারাপ অভিজ্ঞতার ওপর একটা আস্তরণ বিছিয়ে দেয়। কম বয়সে বহু কিছু সুন্দর মনে হয়। […]