Ganesh Chaturthi 2023: ২ কোটির নোট, ৫০ লাখের কয়েনে সেজে উঠেছে ‘গণপতি’, নজর কাড়ছে বেঙ্গালুরু
ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করা হয়৷ চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে। এই দিন থেকেই শুরু হবে গণেশের আরাধনা৷ চলতি বছর বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে বিরাট চমক রয়েছে। প্রতি বছরই মন্দিরটি বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়। […]