Ira Khan: ঠোঁটে ঠোঁট রেখে বিয়ের প্রস্তাব! ফিল্মি কায়দায় বাগদান সেরে ফেললেন আমিরকন্যা ইরা
ঠিক যেন সিনেমার মতো। প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে আমি খানের মেয়ে ইরা খানের সঙ্গে বাগদান সেরে ফেললেন তাঁর প্রেমিক নূপুর শিখর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই হইহই করে ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে, নূপুর একটি সাইক্লিং ইভেন্টে যোগ দিয়েছিলেন। আর তা দেখতে গিয়েছিলেন ইরা। সেখানেই সুযোগ বুঝে ইরার হাতে আংটি পরিয়ে বাগদান সেরে ফেলেন […]