১৫ বছর পর নির্দোষ! চুম্বন কাণ্ডে অশ্লীলতার দায় থেকে মুক্ত শিল্পা শেট্টি
শিল্পা শেট্টি (Shilpa Shetty )এবং হলিউড তারকা রিচার্ড গেয়ারের (Richard Gere)দিকে আঙুল উঠেছিল অশ্লীলতার অভিযোগে। রাজস্থানে একটি অনুষ্ঠানে ওই ঘটনার পর তুমুল শোরগোল এবং একাধিক মামলা দুই তারকার বিরুদ্ধে। ২০০৭-এর সেই মামলাতেই অবশেষে রেহাই পেলেন শিল্পা শেট্টি। স্বস্তি এল আদালতের রায়ে। ২০০৭ সালের ঘটনা। ঘটনাস্থল রাজস্থান। হাই-প্রোফাইল অনুষ্ঠান চলছিল। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন বড় বড় […]