Odisha Train Accident: আবার ট্রেন দুর্ঘটনা! করমণ্ডলকাণ্ডের চার দিনের মাথায় বেলাইন মালগাড়ি

বালেশ্বরের তিন ট্রেনের দুর্ঘটনার পর তিনদিনও কাটেনি। লাইন পুনরুদ্ধারের পর, সেই লাইন দিয়ে যাত্রাও শুরু করেছে ট্রেন। এর মধ্যে সোমবার ফের ওড়িশাতেই লাইনচ্যুত হল একটি পণ্যবাহী গাড়ি। ঘটনাটি ঘটেছে ওড়িশার বারগড় জেলার মেন্ধাপালি এলাকায়। মালগাড়িটির ৫টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে বেলাইন হল মালগাড়ি, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।ডুংরি চুনাপাথর […]