হোলির পরের দিন থেকেই দাম বাড়ছে ওলার ইলেকট্রিক স্কুটারের

ola scooter

সম্প্রতি হোলির কথা মাথায় রেখে এই বিদ্যুচ্চালিত স্কুটারের একটি নতুন কালার ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে ওলা ইলেকট্রিক। সেই গেরুয়া কালার মডেলটির কিছু লিমিটেড এডিশনই মার্কেটে নিয়ে আসা হয়েছিল, যা ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ভারতে ওলা এস১ লঞ্চ করা হয়েছিল ৯৯,৯৯৯ টাকায় এবং ওলা এস১ প্রো নিয়ে আসা হয়েছিল ১,২৯,৯৯৯ টাকায়। হোলির পরবর্তী সময়ে অর্থাৎ ১৭ […]