Justice B V Nagarathna : ‘নোটবন্দি বেআইনি’, বেসুরো নাগরত্নাই হতে পারেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি
মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্তে ভুল ছিল না। সোমবারই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, পাঁচ বিচারপতির বেঞ্চে সকলে এই সিদ্ধান্তে সহ মত হহনি। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি বি ভি নাগরত্নার (Justice B V Nagarathna) মত পুরো উল্টো। যে যে লক্ষ্য সামনে রেখে ২০১৬ সালে নোটবন্দি করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেগুলির […]