Narendra Modi: মোদীর জন্মদিনে গোটা গুজরাটে সরকারি কর্মীদের বিক্ষোভ, গণছুটিতে স্তব্ধ রাজ্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কার্যত স্তব্ধ হয়ে রইল তাঁর নিজ রাজ্য গুজরাতের বিভিন্ন সরকারি দফতর ও স্কুল। পুরনো পেনশন প্রকল্পের দাবিতে গণছুটি নিলেন হাজার হাজার সরকারিকর্মী। মূলত সরকারিকর্মীদের জেলা স্তরের সংগঠনগুলি শনিবার এই কর্মসূচি নিয়েছে। তাদের দাবি, পুরনো পেনশন প্রকল্প কার্যকর করার মূল দাবিই মানেনি রাজ্য সরকার। যদিও, রাজ্য স্তরের সরকারিকর্মীদের সংগঠনের বক্তব্য, সরকার তাদের […]