Intimacy: হোটেলে প্রেমিকার সঙ্গে সঙ্গম চলাকালীন মৃত্যু একষট্টির বৃদ্ধের
সহবাসে মত্ত দুই যুগল। মাঝপথেই ছন্দপতন। সঙ্গমরত অবস্থাতেই মৃত্যু পার্টনারের। এমনই ভয়ানক ঘটনা ঘটেছে মুম্বইয়ে। জানা গিয়েছে, মুম্বইয়ের এক হোটেলে একান্তে সময় কাটানোর জন্য ঘর ভাড়া নিয়েছিলেন এক প্রেমিক যুগল। ষাটোর্ধ্ব প্রৌঢ়ের সঙ্গে ছিলেন চল্লিশোর্ধ্ব প্রেমিকা। হোটেল সূত্রে খবর, মুম্বই শহরতলির কুরলা হোটেলে সোমবার সকাল ১০টা নাগাদ চেক ইন করেন তাঁরা। চাবি নিয়েই ঘরে চলে […]