BJP Manifesto 2024: অভিন্ন দেওয়ানি বিধি থেকে এক দেশ এক নির্বাচন, থাকছে ‘মোদি গ্যারান্টি’ পূরণের আশ্বাস
লোকসভা নির্বাচনের চার দিন আগে ইস্তেহার প্রকাশ বিজেপির। প্রত্যাশামতোই বিজেপির (BJP) ইস্তেহার এবারও মোদীময়। গেরুয়া শিবিরের ‘সংকল্পপত্রে’র শীর্ষকই এবার দেওয়া হয়েছে ‘মোদী কি গ্যারান্টি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে বলে আসছেন তিনি ভোটের বাজারে ‘রেওড়ি’ সংস্কৃতির বিরোধী। এমনকী এই নিয়ে বিরোধীদের তোপও দেগেছেন বার বার। অথচ বিজেপির ইস্তেহারে সেই রেওড়ি সংস্কৃতিরই প্রতিফলন ছত্রে ছত্রে। মোদী […]