Satyajit Ray: আজ সত্যজিৎ রায়ের জন্মদিন, অস্কারজয়ীকে বাড়িতে শ্রদ্ধা জানাচ্ছেন বহুজন

styajit

আজ ২রা মে, মহারাজা সত্যজিৎ রায়ের জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ১০২। বাংলার অন্যতম সেরা নক্ষত্র সত্যজিৎ রায়ের জন্মদিন আজ। সত্যজিৎ জন্মেছিলেন উত্তর কলকাতার গড়পার রোডে। রবীন্দ্রনাথের পর এমন আন্তর্জাতিক মানের বহুমুখী প্রতিভা পায়নি বাঙালি। সত্যজিতের সৃষ্টি অমর। তিনি আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়েছেন। চিনতে শিখেয়েছেন জগৎ। সত্যজিত রায়ের জন্মদিনে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]