Asian Games 2023: পাকিস্তানকে ১০ গোল! এশিয়ান গেমসের হকিতে সেমিফাইনালে ভারত
চলতি এশিয়ান গেমসের ‘মাদার অফ অল ব্যাটল’-এ পাকিস্তানকে গোলের মালা পরিয়ে হেলায় হারাল ভারত। খেলার ফলাফল ভারতের পক্ষে। ১০-২। পাকিস্তানের রক্ষণকে বারবার পরাস্ত করে চারটি গোল করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। আর এই দাপুটে জয়ের সৌজন্যে শেষ চারে চলে গেল ভারতের পুরুষ হকি দল। কিছু দিন আগে ভারতের এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। সেখানেও […]