Pallavi Dey: পল্লবী মৃত্যুরহস্যে নয়া চরিত্র স্টিভ! কে তিনি? খারিজ সাগ্নিকের জামিনের আবেদন
অভিনেত্রী পল্লবী দের রহস্যমৃত্যুতে তাঁর সহবাসসঙ্গী সাগ্নিক চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত। বৃহস্পতিবার আলিপুর আদাল সাগ্নিকের জামিনের আবেদন খারিজ করে ৩০ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এদিন সাগ্নিককে আদালতে পেশের পর জামিনের আবেদন করে তাঁর আইনজীবী দাবি করেন, ;পল্লবীর ময়নাতদন্তের রিপোর্টে এটি আত্মহত্যার ঘটনা বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাছাড়া সুশান্ত সিংহ রাজপুতের […]