Pan-Aadhaar Link: এই প্যান কার্ড আর কাজে আসবে না, সতর্ক করল আয়কর দফতর!
এর আগেও বিষয়টি নিয়ে বহু বার সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার (Pan-Aadhaar Link Alert)। কিন্তু তাতেও এই কাজ এখনও করেননি অনেকেই। যেকারণে কাজ না করার জন্য করা হয়েছে জরিমানা। তবে এবার সম্ভবত শেষবার সুযোগ পেতে চলেছেন আপনি। নির্দিষ্ট সময়ের মধ্য়ে প্যানের সঙ্গে আধার কার্ড না জুড়লে ভুগতে হবে আপনাকে। আয়কর বিভাগ টুইট করে লিখেছে- ‘১৯৬১ সালের […]