Pandua Blast: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের! জখম কিশোরের মাকে গ্রেফতার করল পুলিশ
ভোটের আবহে মর্মান্তিক দুর্ঘটনা। হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনীতে বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। ঘটনার পরেই জখম তিন কিশোরকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ। সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে […]