Park Street: তরুণীর শ্লীলতাহানি, গোপনে পোশাক বদলের ছবি তুলে ব্ল্যাকমেল, ধৃত জিম ট্রেনার
ইউনিসেক্স জিমে মহিলাদের চেঞ্জিং রুমে গোপনে ফিট করা হয়েছিল মোবাইল ক্যামেরা। সেখানে ধরা পড়ে জিমে অনুশীলনের পর এক তরুণীর পোশাক পরিবর্তনের ছবি। ইনস্টাগ্রামে তা ভাইরালও করে দেওয়া হয়। তার প্রতিবাদ করেন ওই তরুণী। অভিযোগ, এরপর তাঁকে জিমের মধ্যে শ্লীলতহানি করে ওই ইনস্ট্রাক্টর ও সেখানকার মালিক। দু’জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় পার্ক স্ট্রিট থানায়। তার ভিত্তিতে […]