Purba Midnapore: স্ত্রীর মুন্ডু বেঞ্চে রেখে ‘বিশ্রাম’ যুবকের! প্রেমদিবসে পটাশপুরে হাড়হিম হত্যাকাণ্ড
প্রেমদিবসে হাড়হিম হত্যাকাণ্ড। স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে গোটা গ্রাম ঘুরল যুবক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করেছে সে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, পটাশপুর থানার চিস্তিপুর গ্রামের বাসিন্দা গৌতম গুছাইত বুধবার স্ত্রী ফুলরানি গুছাইতকে খুন করেন কাটারি দিয়ে। তার পর সেই কাটা মুন্ডু রাস্তায় বেরিয়ে পড়েন। […]