Pathaan in Bangladesh: পাঠান মুক্তি পাচ্ছে বাংলাদেশে! জানালেন খোদ কিং খান, জানুন দিনক্ষণ
প্রায় এক মাস পর অবশেষে বাংলাদেশে মুক্তির ছাড়পত্র পেল শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’। প্রথমদিন থেকেই এই ছবি নিয়ে দর্শক মহলে দেখা গেছে তুমুল উন্মাদনা। ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকরাও ভুগছিল পাঠান জ্বরে। তবে বাংলাদেশে এই ছবির রিলিজ আটকে যাওয়ায় মন ভেঙেছিল বাংলাদেশী ফ্যানেদের। এমনকী বাংলাদেশে রিলিজ না করায় অনেকেই এই ছবি দেখতে উড়ে এসেছিলেন কলকাতায়। […]