Farmer :কেন্দ্রের উপর ক্ষুব্ধ হয়ে শম্ভূ সীমান্তে বিষ পান কৃষক নেতার! হাসপাতালে মৃত্যু
শম্ভূ সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক(Farmer)। বিষয়টি জানতে পেরে সতীর্থেরা দ্রুত তাঁকে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে(Patiala hospital) নিয়ে যান। দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বরই শম্ভূ সীমান্তে আত্মহত্যা করেছিলেন এক কৃষক। ওই ঘটনার তিন সপ্তাহের মধ্যেই ফের সেখানে কৃষক-আত্মহত্যার ঘটনা ঘটল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষক পঞ্জাবের তরন তারন […]