Bengali Movie : আলিপুর বোমা মামলা নিয়ে সিনেমা, স্বাধীনতার ৭৫ বছরে উপহার পরমব্রতর
এবার পরাধীন ভারতের রাজনীতি এবং দেশপ্রেম ফুটে উঠছে পরিচালক পরমব্রত চ্যাটার্জির আগামী ছবিতে। আলিপুর বোমা মামলা নিয়ে তাঁর পরবর্তী বাংলা ছবি তাঁর আগামী ছবির নাম ‘বারুদ ও আদালত : দ্য আলিপুর বম্ব কেস’। সময়টা ১৯০৮ সাল। সেই সময় ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য বাংলার বিপ্লবীদের আত্মত্যাগকে আগামী ছবিতে তুলে ধরবেন পরমব্রত। কিংসফোর্ডকে বোমার […]