Sobhita Dhulipala: মা-দিদিমার শাড়ি – গয়নায় সাজলেন শোভিতা, আশীর্বাদী ‘পেল্লি কুথুরু’ সারল অভিনেত্রীর পরিবার
নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala)বিয়ের আর মাত্র দিন দু’য়েক বাকি। স্বামী-স্ত্রীর প্রি-ওয়েডিংয়ের নানা আচার-অনুষ্ঠানও চলছে। শোভিতা বিয়ের আগের আচার-অনুষ্ঠানের বেশ কিছু ঝলকও শেয়ার করেছেন ইতিমধ্যেই। এ বার মা এবং দিদিমার পুরোনো শাড়ি ও গয়নায় সাজতে দেখা গিয়েছে তাঁকে। বুধবার, ৪ ডিসেম্বর দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন শোভিতা। কিন্তু বিয়ের […]