Madonna: নেটমাধ্যমে নগ্নতা প্রদর্শনের অভিযোগ, ইনস্টাগ্রাম লাইভে নিষিদ্ধ Queen of Pop ম্যাডোনা
ভক্তরা তাঁকে ডাকেন পপ সঙ্গীতের রানি বলে। তবে শুধু সঙ্গীত নয়, ফ্যাশনের ব্যাপারেও মাঝেমধ্যেই শিরোনাম দখল করে নেন আমেরিকার ৬৩ বছর বয়সি সঙ্গীতশিল্পী ম্যাডোনা। এ বার নেটমাধ্যমে নগ্নতা প্রদর্শনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই অভিযোগে ইনস্টাগ্রাম থেকে তাঁর উপর চাপানো হয়েছে নিষেধাজ্ঞাও। জানা গিয়েছে, লাইভ ভিডিয়ো শেয়ার করতে পারবেন না গায়িকা।ইনস্টাগ্রামের কমিউনিটি গাউডলাইন লঙ্খন করেছে, […]