পিতৃ দোষ থেকে মুক্তি দিতে পারে কেবল ১৫ দিনের তর্পন অনুষ্ঠান
শাস্ত্র মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত শ্রাদ্ধপক্ষ অর্থাৎ এই পনেরো দিনে পূর্বপুরুষদের স্মরণ করে বিধি বৎ তাদের জন্য শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়ে থাকে। এই শ্রাদ্ধের অনুষ্ঠান করা অত্যন্ত আবশ্যক । কথিত আছে এই ১৫ দিনে তারা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে তর্পন চান । যারা এই শ্রাদ্ধ অনুষ্ঠান করে তারা ব্রাহ্মণভোজন করায়। […]