ইতিহাসে প্ৰথম বাঙালি কন্যা পিয়ালী! অক্সিজেন ছাড়াই এভারেস্ট চূড়ায় পা পড়ল চন্দননগরের মেয়ের
এভারেস্ট জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শিখর জয় করেন বাংলার মেয়ে। বাঙালি হিসেবে প্রথম কোনও পর্বতারোহী এই রেকর্ড গড়লেন। কৃত্তিম অক্সিজেন ছাড়াই এভারেস্টে ওঠেন পিয়ালী। স্কুলে পড়ার সময় থেকেই এভারেস্টে ওঠার স্বপ্ন দেখতেন তিনি। ছোটবেলায় এডমন্ড হিলারি, তেনজিং নোরগেদের গল্প শুনে রমাঞ্চিত হতেন এই বঙ্গতনয়া। সেই মত ছোটবেলা […]