Durga Puja 2022: পুজোর উপহার হিসেবে প্রিয়জনকে দিন এই পাঁচটি ইনডোর প্ল্যান্ট
পুজোয় কাছের মানুষদের উপহার দেওয়ার রীতি বরাবরের। আত্মীয়, বন্ধু অথবা সহকর্মী – পুজোর সময়ে সৌজন্যমূলক আদানপ্রদান প্রায়শই হয়ে থাকে। উপহার হিসেবে জামাকাপড় বা অন্যান্য সরঞ্জাম তো অনেক হল। এই রেওয়াজে এ বার একটু নতুনের ছোঁয়া আনা যাক। উপহার সামগ্রী হিসেবে থাকুক ছোট্ট ইনডোর প্ল্যান্ট। যা নিয়ে আসে ঘরের কোণে সবুজের ছোঁয়া। এমন উপহারের জনপ্রিয়তা ক্রমশ […]