ছেলেদের যৌন উত্তেজনা বাড়ায়, মেয়েদের পনিটেলে নিষেধাজ্ঞা জারি জাপানের স্কুলে
জাপানের স্কুলিগুলিতে ছাত্রীদের নির্দেশিকা দিয়ে চুলে ‘পনিটেল’ বাঁধতে নিষেধ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, তাদের এই ধরনের হেয়ার স্টাইল, ছাত্রদের যৌন উত্তেজন বৃদ্ধি করতে পারে। এই প্রথমবার নয়, এর আগে জাপানে ছাত্রীদের অন্তর্বাসের রং নিয়েও চাপানো হয়েছিল বিশেষ নির্দেশ। শুধুমাত্র সাদা অন্তর্বাস পরেই তারা স্কুলে আসতে পারবে, জারি করা হয়েছিল জানানো হয়েছিল এমনটাই। কোনওভাবেই যাতে ইউনিফর্মের […]