Maharashtra : বিদ্রোহীদের ‘ঘর ওয়াপসি’র ডাক উদ্ধবের! ৩০ জুন অনাস্থা আনছে প্রহার পার্টি
“আপনাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন…আসুন আমরা কথা বলি। পথ বেরোবেই”। মঙ্গলবার বিকেলে একাধিক টুইট-বার্তায় সেনা বিদ্রোহীদের উদ্দেশে এমন কথাই লিখলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মঙ্গলবার বিদ্রোহী একনাথ শিণ্ডের ক্যাম্পের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন বালা সাহেব ঠাকরের পুত্র উদ্ধব। টুইট-বার্তায় উদ্ধব লেখেন, “গত কয়েকদিন ধরে গুয়াহাটিতে আটকে আছেন আপনারা। আপনাদের সম্পর্কে প্রতিদিন […]