Pregnancy: মহিলাদের গর্ভবতী করলেই লক্ষ-লক্ষ টাকা! রমরমা কারবারে তাজ্জব পুলিশ
মহিলাদের গর্ভবতী করতে পারলেই লাখ লাখ টাকা রোজগারের সুযোগ। প্রতারণার রমরমা কারবারের পর্দাফাঁস হতেই দেশজুড়ে শোরগোল। গর্ভধারণ করতে অক্ষম মহিলাদের গর্ভবতী করার জন্য পুরুষদের দেওয়া হত অর্থের প্রতিশ্রুতি। আর তারপর রেজস্ট্রেশনের নাম লুটে নেওয়া হত তাদের। বিহারের নওয়াদা এলাকায় এই চক্রের সঙ্গে যুক্ত আটজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বিহারের নওয়াদা এলাকায় ‘অল ইন্ডিয়া […]