Ankita Lokhande: বিগবসের ঘরে অন্তঃসত্ত্বা অঙ্কিতা? ভিকির সঙ্গে যত অশান্তি, সবই অভিনয়?
চলতি বছরে বিগ বসে চর্চায় আছে ভিকি জৈন আর অঙ্কিতা লোখান্ডের সম্পর্ক। দুজনের ঝগড়া প্রায়ই জায়গা করে নেয় শিরোনামে। শুধু তাই নয়, বিগ বসের প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তায় প্রায়ই সুশান্তের ব্যাপারে কথা বলতে শোনা যায় অঙ্কিতাকে। তবে এবার এল আরও বড় খবর। স্বামী ভিকির সঙ্গে কথা প্রসঙ্গে পবিত্র রিস্তা অভিনেত্রী জানালেন, বিগ বসের ঘরে হওয়া প্রেগন্যান্সি […]