Producer Death: গল্ফগ্রীণ থেকে উদ্ধার প্রযোজকের ঝুলন্ত দেহ, রহস্য মৃত্যু নিয়ে
গল্ফগ্রিনে একটি প্রযোজনা সংস্থার(Producer) অফিসের ভিতর থেকে এক প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের (death)নাম পঙ্কজ দাস। বাড়ি ভাড়া করে চলত প্রযোজনা সংস্থা। তার ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বছর আটান্নর পঙ্কজের।‘শব্দ কল্প দ্রুম’ নামে একটি ছবি করেছিলেন তিনি। সূত্রের খবর, ওই ছবির পর সিনেমা ছেড়ে একটি আইটি সংস্থায় যোগ দেন তিনি। তাঁর বিরুদ্ধে সেখানে […]