Prashant Kishor: আমরণ অনশনে বসা পিকে আইসিইউ-তে! সোম সকালে ‘আমরণ’ অনশনে বসে গ্রেফতার, বিকেলে জামিন
![prashant kishor](https://www.thenewsnest.com/wp-content/uploads/2025/01/prashant-kishor.jpg)
অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ দলের নেতা প্রশান্ত কিশোর (পিকে)। সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পিকে-কে আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হচ্ছে। বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন জন সুরজ দলের নেতা প্রশান্ত কিশোর। সোমবার ভোরে তাঁকে সেখান থেকে […]