Fengal: পুদুচেরি উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ফেনজল’, শুরু তীব্র ঝড়- বৃষ্টি

fengal 1

শনিবার সন্ধ্যায়, ঘূর্ণিঝড় ফেনজল (Cyclone Fengal)পুদুচেরি উপকূলের কাছাকাছি আছড়ে পড়ে, যার ফলে তামিলনাড়ুর উত্তর উপকূলে প্রবল বৃষ্টি এবং তীব্র বাতাসের সঙ্গে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) নিশ্চিত করেছে যে, ঘূর্ণিঝড়টি ৮:৩০ PM IST নাগাদ করিকাল এবং মহাবলিপুরমের মধ্যে আছড়ে পড়ে, যার বাতাসের গতিবেগ ছিল ৭০-৮০ কিমি/ঘণ্টা, তবে ঝোড়ো হাওয়া ৯০ কিমি/ঘণ্টায় পৌঁছায়। ঘূর্ণিঝড়ের […]