Sanjay Dutt: অ্যাকশন সিকুয়েন্স করতে গিয়ে মাথায় আঘাত সঞ্জুর, পড়ল সেলাই
![sanjay dutt](https://www.thenewsnest.com/wp-content/uploads/2023/04/sanjay-dutt.jpg)
ব্যাংককে শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন বলিউডের ‘মুন্না ভাই’। এই মুহূর্তে অন্যতম ব্যস্ত তারকা তিনি, হাতে রয়েছে ‘দ্য গুড মহারাজা’, ‘ওয়েলকাম ৩’, ‘গুড়চড়ি’, ‘লিও’ এবং ‘বাপ’-এর মতো ছবি। এই মুহূর্তে পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মার্ট’ ছবির শুটিংয়ে সঞ্জয়। সম্প্রতি, তাইল্যান্ডে এই ছবির শুটিং শুরু হয়। সূত্রের খবর, সেটেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন […]