Ram temple Ayodhya: ‘আমি ওখানে তালি বাজাবো?’অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না পুরীর শঙ্করাচার্য
প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। সেই উপলক্ষে বহু সাধু-সন্তের সমাগম হবে অয্যোধ্যায়। অথচ এই উৎসবে শামিল হতে নারাজ পুরীর গোবর্ধন পীঠের বর্তমান শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। রাজনীতি না করে শাস্ত্র অনুযায়ী অযোধ্যায় রামের মূর্তি প্রতিষ্ঠা হওয়া উচিত বলে মনে করেন পুরীর জগন্নাথপুরী মঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী।আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। দেশজুড়ে […]