Children’s Day 2022: শিশু দিবসে দেখে নিন ‘চাচা নেহেরু’র ৮ টি বাণী
১৮৮৯ সালের ১৪ নভেম্বর, উত্তরপ্রদেশের এলাহবাদে প্রখ্যাত আইনজীবী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরুর পুত্র জওহরলাল নেহেরুর জন্ম(Children’s Day 2022)। হ্যারো স্কুলে পড়াশোনা করে প্রাকৃতিক বিজ্ঞানে ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এই সময়ে তিনি সাহিত্য, অর্থনীতি, ইতিহাস এবং রাজনীতির পাঠ নেন। সে কারণেই তার মধ্যে উদারতাবাদ, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের প্রতি তার আগ্রহ বৃদ্ধি […]